শ্রীনগরে বিবন্দী স্কুলে বই উৎসব
শ্রীনগর উপজেলার বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব-২০২৪ উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়।
ইংরেজি নতুন বছরের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়ে আনন্দ-উল্লাস করেন। বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী আক্তারের পরিচালনায় বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল মঈম কমল, সহ-সভাপতি মো. মহিউদ্দিন হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম সেন্টু মুক্তার, হাসিম আলী আমিন হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: ইসলামপুরে প্রচার প্রচারণা এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এস,এম শাহীনুজ্জামান শাহীন