সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

দুর্জয় বাংলা || Durjoy Bangla

কেন্দুয়ায় অবৈধ ১০ ইটভাটা হুমকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত: ২১:১৩, ২৫ নভেম্বর ২০২৩

কেন্দুয়ায় অবৈধ ১০ ইটভাটা হুমকিতে জনস্বাস্থ্য

কেন্দুয়ায় অবৈধ ১০ ইটভাটা হুমকিতে জনস্বাস্থ্য

কেন্দুয়া উপজেলায় ১০টি ইটভাটা রয়েছে। তবে একটি ভাটারও নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। প্রতিটি ভাটাই স্থাপন করা হয়েছে গ্রামের ভেতর ফসলি জমিতে। অধিকাংশ ইটভাটা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন।

স্থানীয় প্রভাবশালীরা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন না মেনে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এবং স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাগুলি দেখিয়ে এসব অবৈধ ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। চরম হুমতিতে রয়েছে জনস্বাস্থ্য। এছাড়া এসব ভাটায় ইট প্রস্তুতের জন্য কৃষি জমির উর্বর মাটি (টপসয়েল) ব্যবহার করার ফলে কমছে ফসলি জমিসহ উৎপাদন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ১০টি ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। এরমধ্যে কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল কেন্দুয়া-মদন সড়কের পাশে কুন্ডুলী শ্মশ্বানঘাট এলাকায় ফসলি জমিতে "শাপলা ব্রিকস", উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলামের ছেলে ইউপি চেয়ারম্যান শাহীন মিয়া কেন্দুয়া -নেত্রকোনা সড়কের রামপুর বাজার সংলগ্ন স্থানে "এএনবি ব্রিকস," উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের সিংহেরগাঁও গ্রামের ভেতর সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি জমিতে "সানি ব্রিকস," ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম দরবেশ রামপুর-তেলিগাতী সড়কের পাশে বীরগঞ্জ বাজার সংলগ্ন ফসলি জমিতে "ঢাকা ব্রিকস", মদিনা প্রবাসী জজ মিয়া নিজ গ্রাম সিংহেরগাঁও গ্রামের ফসলি জমিতে "স্বর্ণা ব্রিকস", বিএনপি নেতা তৌহিদুল ইসলাম কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সিংহেরগাঁও ক্লাবঘর সংলগ্ন স্থানে "টিআইবি ব্রিকস", উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামের মো. শহীদুল্লাহ নিজ গ্রামের হাওরে ফসলি জমিতে "এএসটি ব্রিকস", আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি জসিম উদ্দিন ভূইয়ার ভাই শফিকুল ইসলাম ভূইয়া বাদল উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর-কালিয়ান এলাকায় ফসলি জমিতে "একতা ব্রিকস", জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি জমিতে "হিমালয় ব্রিকস" এবং একই ইউনিয়নের গোগ গ্রামের ভেতর গোগ জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি জমিতে স্থানীয় ব্যবসায়ী ফারুক আহম্মেদ "এইচএসবি ব্রিকস "নামে ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গত মঙ্গলবার ও বুধবার কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ভাটাগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি ভাটাতেই পুরোদমে ইট প্রস্তুতের কাজ চলছে। কিছু ভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর কাজ। খোলা আকাশের নিচে যত্রতত্র রাখা হয়েছে কয়লা। নিয়ম না থাকলেও প্রত্যেকটি ভাটাতেই পোড়ানো হচ্ছে কাঠ। ইটভাটাগুলোতে ঝুঁকিপূর্ণ কাজে দেখা গেছে শিশুদেরকেও।

নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আবু সাঈদ বলেন, কেন্দুয়া উপজেলার কোনো ইটভাটারই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। উপজেলার ১০টি ভাটাই অবৈধ। তিনি আরো জানান, ২০২১ সালের শেষের দিক থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এসব ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। কিছু ভাটাকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। সবশেষে পর্যায়ক্রমে সবকটি ভাটার বিরুদ্ধেই আদালতে মামলা করা হয়। মামলাগুলো চলমান রয়েছে এবং এসব ভাটার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

একতা ব্রিকসের মালিক শফিকুল ইসলাম ভূইয়া বাদল বলেন, কেন্দুয়ার সবগুলো ইটভাটার ছাড়পত্রই বাতিল করে দিয়ে আদালতে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। আদালতে দায়ের করা মামলার ঘটনায় আমি হাইকোর্টে রিট পিটিশন করে ইটভাটার কাজ শুরু করেছি। একই কথা বলেন অন্য ভাটাগুলোর মালিক ও ভাটা পরিচালনার দায়িত্বে থাকা ম্যানেজারগণ।

স্থানীয় মানবাধিকারকর্মী শাহ আলী তৌফিক রিপন বলেন, এইসব অনুমোদনহীন ইটভাটার বিষাক্ত ধোঁয়া গ্রামের নিটোল পরিবেশ আর মানবদেহের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। ভয়ানক বিষয় হল কয়েকটি ভাটা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই। অপরিকল্পিত ইটভাটা স্থাপনের ফলে গ্রামের বাতাসে অক্সিজেন কমে গিয়ে বাড়ছে বিষাক্ত কার্বন মনোক্সাইডের উপাদান। কেন্দুয়া উপজেলাকে একটা ভয়ানক পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে অতি স্বত্তর যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, ইটভাটাগুলোতে ফসলি জমির ওপরের অংশের মাটি (টপসয়েল) কেটে নেওয়া হচ্ছে। এতে জমি উর্বরতা হারাচ্ছে এবং কৃষি জমি ও উৎপাদন কমে যাচ্ছে। তাই এসব ইটভাটা বন্ধ করা জরুরি।  

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, এসব ইটভাটায় অচিরেই অভিযান পরিচালনা করা হবে এবং ভাটাগুলো সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: ময়মনসিংহে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী পুলিশ

ব্রেকিং নিউজ:

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার
ময়মনসিংহে ৭২ ঘণ্টায় আকাশ হত্যা রহস্য উন্মোচন, দুইজন গ্রেফতার
সিলেটে ৩৭,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এক্সনহোস্ট ব্ল্যাক ফ্রাইডে সেলে হোস্টিংয়ে ৬০% ছাড়!
বিচারের পরই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে: ড. ইউনূস
র‍্যাবের অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার
র‌্যাবের হাতে কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার
ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেফতার
সিলেটে র‌্যাবের হাতে ভয়ংকর সন্ত্রাসী শুটার আনসার ও সহযোগী নাঈম গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রীর ব্যক্তিগত পিএসসহ গ্রেফতার-২
জুয়া খেলার টাকা দিতে না পারায় জুয়ারীকে মারপিট: আত্মহত্যা নিয়ে প্রশ্ন
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সোহেলসহ গ্রেফতার-১৫
কানাইঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ফজল র‌্যাবের হাতে গ্রেফতার
সিলেটে পংকজ কুমার হত্যা: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামী আ.লীগ নেতা গ্রেফতার
ছাত্র হত্যা মামলায় ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিস্ফোরক উদ্ধার
সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আফতাব আলী গ্রেফতার
হবিগঞ্জে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
কেন্দুয়ায় ১০ বছর ধরে বাড়িছাড়া পাঁচ পরিবার
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স গ্রেফতার

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 850