শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

উর্মিরা বহে চলে

মুহম্মদ শাহাদাত হোসেন (ফিরোজ)

প্রকাশিত: ২১:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৩

উর্মিরা বহে চলে

উর্মিরা বহে চলে

উর্মিগুলো যেখানে উঠেছে মেতে
পরীদের সাজ  রং মেখেছে গায়ে 
মনভোলা গান শুনে নদের বাঁকে
ওপাড়ের কাঁশবনে শেয়াল  ডাকে। 

          
উর্মিগুলো পরেছে  পায়ে  নুপুর
রুনুঝুনু ধ্বণিটাতে হাসে দুপুর
দেয় দোলা  রোদ্দুর  উর্মির গায়
উর্মিরা বলে উঠে পরেছি আজি 
দেখো ছুঁয়ে একবার রুপোলী  শাড়ি।

গগণে ধবল মেঘ   তাকায় দেখে 
হিংসের দোহে পুড়ে সলাজ চোখে
মেঘগুলো কালো হয়ে  গর্জে উঠে
নদের দু'কূল এবার ভয়েতে  কাঁপে।

উর্মিরা বহে চলে  আগের মতো
কোন কালে তব কভু   ভয় পাইনিতো
কারো রাঙ্গা চোখেতে  এমন করে
সদা বহি আগুয়ান  স্বরুপ ধরে।

আরও পড়ুন: নিখোঁজের দুইদিন পর মিললো শিশুর মরদেহ