মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

দুর্গাপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ২২:০১, ৬ জুন ২০২৩

দুর্গাপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দুর্গাপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮ বছরে পদাপর্ণ করেছে দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত বাংলা সংবাদপত্র দৈনিক যায়যায়দিন।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক বর্নাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষার্থীদেট মাঝে ফলদ, ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ পুর্বে যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের যুগ্নআহ্বায়ক পল্টন হাজং এর সঞ্চালনায়, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান।

অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, ওসি শিবিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা দুর্গাপুর পৌরসভা মোঃ তৌহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোঃ তোবারক হোসেন খোকন, পথ পাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক ধ্রুব সরকার, রাখী দ্রং, ধনেশ পত্রনবীশ, সুমন রায়, ডাঃ মোঃ কামরুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, আল নোমান শান্ত ও যায়যায়দিন ফেন্ডস ফোরাম এর সদস্যবৃন্দ।

আরও পড়ুন: বেড়ায় পাট ক্ষেত থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার