বাগেরহাটে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন
বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটের রামপালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ- পিআইবি আয়োজিত প্রশিক্ষণ সমাপনীতে সংস্থার মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তাঁর বক্তব্যে সাংবাদিকদের সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট রেখা টানার আহবান জানান। তিনি বলেন সত্য উদঘাটনের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করা যায়। অপরদিকে অপতথ্যের মাধ্যমে একজন ব্যক্তি বা পরিবারকে পথে বসিয়ে দেওয়া যায়।
সাংবাদিকদের সত্যের ধারক ও বাহক হতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাহাত্ম্য সম্পর্কে র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী বলেন পীরের ফু বা পানি পড়ার মতো ঘটনার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়নি। যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করতে হয়েছে। আজ যেমন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, গাজায় যুদ্ধ হচ্ছে, মিয়ানমারে যুদ্ধ হচ্ছে বাংলাদেশের যুদ্ধও এমনই ভয়াবহ ছিলো।
তিনি চুকনগর গণহত্যার স্থান পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, দেশে এমন অগণিত গণহত্যা সংগঠিত হয়েছে ২৬শে মার্চের পর। ওই সব স্থান সাংবাদিক ও গবেষকদের খুঁজে বের করতে হবে।
বিশেষ অতিথি কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও তথ্য অধিকার নিশ্চিত করেছেন। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে।
সভাপ্রধান জাফর ওয়াজেদ বাগেরহাটকে দূর্যোগপূর্ণ জেলা বলে অভিহিত করেন। তিনি বলেন দূর্যোগ সাংবাদিকতা প্রশিক্ষণ গ্রহণের পর বাগেরহাটের সাংবাদিকদের দুর্যোগ বিষয়ে রিপোর্টের মান বৃদ্ধি পেয়েছে।
তিনি আশা করেন মোবাইল সাংবাদিতা প্রশিক্ষণ গ্রহণের পর সাংবাদিকদের নবদিগন্ত উন্মোচিত হবে এবং রিপোর্টিংয়ে দক্ষতা ও মান বৃদ্ধি পাবে।
এছাড়া উপস্থিত ছিলেন পিআইবি'র পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো জাকির হোসেন। পিআইবি'র প্রশিক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
আরও পড়ুনঃ র্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার