
৮০ দশকের সাহসী সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা
নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় কর্মরত ৮০ দশকের সাহসী মফস্বল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। তার পিতা গৌরাঙ্গ বিশ্বশর্মা ১৯৯২ সনে সপরিবারে কেন্দুয়া উপজেলার গোপালাশ্রম গ্রামের নিজ বাড়ী থেকে ভারতে আশ্রয় নেন। কিন্তু জন্মভূমির প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও দেশপ্রেম সমরেন্দ্র বিশ্বশর্মাকে দেশ ছাড়তে বাধ্য করেনি।
১৯৮৫ সনে তিনি দৈনিক নব অভিযান পত্রিকায় কেন্দুয়া প্রতিনিধি হিসাবে লেখালেখি শুরু করেন। আমার জানা মতে কোন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। সাহসের সঙ্গে চলছে তার মফস্বল সাংবাদিক জীবন। হামলা, হুমকি ও ষড়যন্ত্রমূলক মামলার কাছে নতি স্বীকার করেননি তিনি।
পর্যায়ক্রমে তিনি দৈনিক জাহান, দৈনিক সমাচার, দৈনিক খবর, দৈনিক আজকের কাগজ, সাপ্তাহিক রাজধানীবার্তা, দৈনিক বাংলারবানী, দৈনিক বাংলার দর্পন, দৈনিক যুগান্তর ও দৈনিক সমকাল পত্রিকায় এলাকার উন্নয়নে মাদক ও জঙ্গীমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে সমাজে বিশাল আস্থার জায়গা দখল নেন তিনি। তার মেধা মননের বিকল্প তিনি নিজেই। মফস্বল সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে তিনি আমাদের প্রেরণা ও উদারণ হতে পারেন। তার কলমে থেমে নেই সাহসী উচ্চারণ। এই পেশার অনেকেই তাকে কোন অবস্থাতেই পেছনে ফেলতে না পেরে হয়েছে মেধার শত্রু। সাংগঠনিকভাবেও তিনি অনেক এগিয়ে।
২০০৫ সালে প্রেসক্লাবের প্রথমবারের সাধারণ সম্পাদক হিসেবে সকলের সহযোগিতায় কেন্দুয়া প্রেসক্লাবের নামে নিজস্ব ৪ শতাংশ ভূমি ক্রয়, দ্বিতীয় মেয়াদে ২০১০ সালে আধাপাকা ভবন নির্মাণ এবং তৃতীয় মেয়াদে ২০১৬ সালে সংসদ সদস্যের মাধ্যমে জেলা পরিষদের পাঁচ লক্ষ টাকা অনুদান, উপজেলা পরিষদের এক লক্ষ বিশ হাজার টাকা অনুদান ও পৌরসভার উদ্যোগে প্রেসক্লাব সংযোগ পাকা রাস্তা নির্মিত হয়েছে। এছাড়া তিনি কেন্দুয়া সাহিত্য সংসদ, ঝংকার শিল্পী গোষ্ঠী, মহুয়া খেলাঘর আসর, প্রত্যাশা সাহিত্যগোষ্ঠী, গুণীজন সম্মাননা পর্ষদ উত্তরাধিকার ৭১ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। মহান মুক্তিযুদ্ধের পক্ষে তার কলম অবিরাম ধারায় চলমান।
বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয় বারের দায়িত্ব পালন করছেন। সমরেন্দ্র বিশ্বশর্মা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দীক্ষিত একজন মুক্ত চিন্তার মানুষ। তার লেখা, সততা ও সাহসীকতা মফস্বল সাংবাদিকদের অনেক প্রেরনা যোগায়।
বর্তমানে তিনি দৈনিক সমকাল পত্রিকার কেন্দুয়া প্রতিনিধির দায়িত্বে আছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ অনলাইন সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টার দায়িত্বে আছেন।
সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার পারিবারিক জীবনও খুব সুন্দর। তার স্ত্রী একজন শিক্ষিকা, বড় ছেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত । এক পুত্র সন্তানসহ দুই কন্যা সন্তানের জনক তিনি। সমরেন্দ্র বিশ্বশর্মা একাধারে একজন কবি,সাংবাদিক, সঙ্গীত শিল্পী এবং নাট্য অভিনেতা ও একজন দক্ষ সংগঠকও বটে। সমরেন্দ্র বিশ্বশর্মার আগামীদিনগুলো আরও সুন্দর ও গতিময় হোক -এমনটাই প্রত্যাশা।
আরও পড়ুন: দেশের প্রথম ধনী শিল্পপতি জহুরুল ইসলাম