রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২১:০৫, ৬ নভেম্বর ২০২৩

ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ী প্রেসক্লাব

আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার (৬ নভেম্বর) দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাব এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

ফুলবাড়ী প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।

ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমবাড়ী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ মো. সম্পাদক আব্দুল আলিম, ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি দৈনিক দেশ মা'র যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সদস্য দৈনিক কালবেলা প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক রীতা রানী কানু, ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মো. আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ, কোষাধ্যক্ষ শিক্ষক ধীমান চন্দ্র সাহা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. মোকাররম হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, কার্যকরী সদস্য দৈনিক দেশ মা প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, কার্যকরী সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী, সদস্য পরেশ গুপ্ত, লিটন সরকার, সদস্য বিকাশ গুপ্ত, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি অন্যান্য অতিথিদ্বয়কে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসটির সূচনা করেন। উলেস্নখ্য, ১৯৮১ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর ফুলবাড়ী প্রেসক্লাব প্রতিষ্ঠালাভ করে। সেই থেকে প্রতি বছর ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ৬ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়ে থাকে।

আরও পড়ুন: সমাজের সুবিধা বঞ্চিত জনগণের কল্যাণে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে আ.লীগ সরকার-প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি

আরো পড়ুন  


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808