স্বতন্ত্র প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতাজের সংবাদ সম্মেলন
স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর ট্রাক মার্কা'র বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ ও নৌকার প্রার্থী মমতাজ বেগম।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুমের বাউল কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু কালো টাকা ও শাবান বিতরণ করে নির্বাচনিয় আচারবিধি লঙ্ঘন করছেন। এদিনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর প্রার্থীতা বাতিলেও দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন: মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে আবারো সংবাদ সম্মেলন করেছে টুলু