
কলমাকান্দায় সিআইজি কংগ্রেস -২০২৩ অনুষ্ঠিত
২০২২- ২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) আওতায় স্থানীয় কৃষকদের নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেহেদী হাসান তরফদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা অতিরিক্ত উপ-পরিচালকন(শস্য) মো. আব্দুল মালেক, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) এ.এম শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী প্রমূখ। এসময় অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের দুই শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।
আরও পড়ুন: সুন্দর ব্যবহার মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য - জাহাঙ্গীর আলম
শেখ শামীম