
ইসলামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন
জামালপুরের ইসলামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ মে) বিকালে উপজেলা খাদ্য গুদামের আয়োজনে এ ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এস.এম জামাল আব্দুন নাছের বাবুল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শফি আফজালুল আলম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : মোফাজ্জল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
জানাযায়, এ মৌসুমে প্রতি কেজি ৩০ টাকা ধরে ১ হাজার ৩৬১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ অভ্যন্তরীণ সংগ্রহ চলবে ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত।
আরও পড়ুন: সেই মুক্তি রাণী বর্মণের বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী