
কেন্দুয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ
নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসার ও বীজ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা জানান, পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ৩ হাজার ৩০ জন কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হচ্ছে।
সার ও বীজ প্রণোদনায় তৃনমুল কৃষকদেরকে ৩৫০ জনকে ২০ কেজি করে গম, ১৩০ জনকে ২ কেজি করে ভুট্টা, ২ হাজার ৪০০ জনকে ১ কেজি করে সরিষা, ৬০ জনকে ১ কেজি করে সূর্যমুখি,২০ জনকে ১০ কেজি করে চিনা বাদাম, ৩০ জনকে ১ কেজি করে পেঁয়াজ, ২০ জনকে ৫ কেজি করে মুগডাল এবং ২০ জনকে ৫ কেজি করে মশুরডালের বীজ প্রদানসহ প্রত্যেককেই পরিমাণ মতো প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় জাতীয় যুব দিবস পালিত