
কেন্দুয়ায় জাতীয় যুব দিবস পালিত
"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকালে কেন্দুয়ায় উপজেলা প্রসাশন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী অফিসার (ইউএনও)কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আলা উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আজকের সমাজ ব্যবস্থায় যদি যুবকদের কাজে লাগানো যায়, তাহেলই বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যুবদিবসে যুবকদেরকে উৎসাহ ও উদ্দীপনা দেওয়ার লক্ষ্যে আমরা ৩০জন প্রশিক্ষিত যুবককে সনদ ও ৭জন ঋন গ্রহীতার মাঝে ৩ লক্ষ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করি।
এসময় কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজাহারুল আলম, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, সনদপত্র ও ঋন গ্রহণকারীগণসহ সুধীজন উপস্থিত ছিলেন।