
কেন্দুয়ায় অবরোধের কোন প্রভাব নেই, সতর্ক পুলিশ
বিএনপি-জামাতের দেশব্যাপী ৩ দিনের অবরোধের ২য় দিনে সাধারণ জনমনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি, দলীয় কার্যালয়ে আ.লীগ শক্ত অবস্থান রয়েছে, বিএনপির অবরোধে সন্ত্রাস, নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে।
বুধবার (০১ নভেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়নি। এমনকি অবরোধ সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।
এদিকে সকাল থেকেই বিএনপির ডাকা অবরোধের ২য় দিনে যে কোন নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য দলীয় কার্যালয়ে শক্ত অবস্থানে রয়েছে আ.লীগের দলীয় নেতাকর্মীরা।
বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে তিন দিন ব্যাপী অবরোধের প্রতিবাদে ২য় দিনে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অবস্থান করছে, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞা, সহ-সভাপতি শাহজাহান মিয়া, শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, সেচ্ছাসেবক লীগ সভাপতি মো.জাকির আলম ভূঞা, শ্রমিক লীগ সভাপতি মো.শফিকুল ইসলাম, কৃষকলীগ সভাপতি ফণী ভূষণ ভদ্র, ছাত্রলীগ আহবায়ক ইফতেখার তালুকদার প্রমূখ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ । যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি বলে তিনি জানান।
আরও পড়ুন: আইপি নেটওয়ার্ক এডুকেশন সামিটে ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ