শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মোহনগঞ্জে রেবেকা মমিনের ৭৭তম জন্মদিন পালিত 

প্রকাশিত: ২০:০৭, ১৬ মে ২০২৩

মোহনগঞ্জে রেবেকা মমিনের ৭৭তম জন্মদিন পালিত 

মোহনগঞ্জে রেবেকা মমিনের ৭৭তম জন্মদিন পালিত 

মোহনগঞ্জে নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের ৭৭তম জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। 

সোমবার মোহনগঞ্জ  আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামসুর রহমান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নেতাকর্মীদের নিয়ে  কেক কেটে হাওর জননী রেবেকা মমিনের  জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কাজী হাবিবুর রহমান, মো.ওয়াজ উদ্দিন, আব্দুল হান্নান রতন, নুরুল আমিন, যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুন,যুগ্ম আহবায়ক অবু সাঈদ সহ পৌর আওয়ামী লীগে,যুবলীগ, কৃষক লীগে ও আওয়ামী অঙ্গসংগঠন।

বক্তারা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও দানবীর সাবেক খাদ্য ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রী ভাষা সৈনিক মরহুম আবদুল মমিনের সহ সহধর্মিণী রেবেকা মমিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শহীদ ইকবাল বক্তব্যে বলেন, রেবেকা মমিন অসুস্থ ছিলেন, বর্তমানে তিনি ভালো আছেন।  আগামী  কিছুদিনের মধ্যে  তিনি  মোহনগঞ্জ  এসে সকলের সাথে  মতবিনিময় করা সহ রাজনৈতিক বিষয়ে সভা করার পরিকল্পনা রয়েছে। 

আরও পড়ুন: মন্দির ভাঙ্গার নাটক করে মিথ্যা মামলা: প্রতিবাদে মানববন্ধন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808