
ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন রোডে ঈদের পর থেকে পঞ্চায়েতের দুই গ্রুপের বাক বিতান্ডা উত্তেজনার ঘটনা বাইতুল জামান মসজিদে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের তাৎক্ষণিক হস্তক্ষেপে নিরসন করা হয়েছে।
জানা যায় রামকৃষ্ণ মিশন রোড এলাকায় গরীব লোকজন যাতে সুষ্ঠুভাবে কোরবানীর মাংস পায় এই উদ্দেশ্যেই সংখ্যা গরিষ্ঠ লোকজনের সমর্থনে ঈদের আগে পঞ্চায়েত গঠিত হয়। এতে কিছু সংখ্যক লোক বিরোধিতা করলে বিষয়টি নিয়ে পরষ্পরের মধ্যে বাকবিতান্ডায় জরিয়ে উত্তেজনা দেখা দেয়।
গত শুক্রবার রামকৃষ্ণ মিশন রোড বাইতুল জামান মসজিদে হালকা বাক বিতন্ডা হয় আজ শুক্রবার মসজিদে আবার বিষয়টি নিয়ে দুই গ্রুপের উত্তেজনা বিরাজমান ছিল। এমন সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ তাৎক্ষণিক মসজিদে এসে নামাজ আদায় শেষে সবার সাথে কথা বলে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় উভয় পক্ষের উত্তেজনা মূলক আলোচনা প্রশমিত করেন।
এবিষয়ে মসজিদে উপস্থিত মুসল্লীগণ জানান আপাতত কোন সমস্যা নাই অতি দ্রুতই আলোচনার ভিত্তিতে টুকিটাকি বিষয় গুলির গ্রহণযোগ্য সুষ্ঠু সুরাহা করা হবে সকলেই আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ বিক্রি ও টাকা আত্মসাতের অভিযোগ