বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় বিদায়ী ইউএনও এস.এম. মাজহারুল ইসলাম সংবর্ধিত

প্রকাশিত: ১৫:২৮, ১১ আগস্ট ২০২৩

বারহাট্টায় বিদায়ী ইউএনও এস.এম. মাজহারুল ইসলাম সংবর্ধিত

বারহাট্টায় বিদায়ী ইউএনও এস.এম. মাজহারুল ইসলাম সংবর্ধিত

নেত্রকোণার বারহাট্টায় উপজেলা নির্বাহী অফিসার ও বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি এম.এম. মাজহারুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বারহাট্টা প্রেসক্লাবের উদ্যোগে এ উপলক্ষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও বারহাট্টা প্রেস
ক্লাবের সভাপতি এম.এম. মাজহারুল ইসলামকে সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে প্রেসক্লাবের সহ- সভাপতি ও বারহাট্টা কলেজের প্রভাষক আনিছুল আলম শামীমের সভাপতিত্ব ও প্রেসক্লাবের সাধাারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আব্দুল কাদের, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বারহাট্টা কলেজের প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, ভোরের ডাকের প্রতিনিধি লতিবুর রহমান খান, যায়যায় দিনের প্রতিনিধি রুকুনুজ্জামান খান, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সোহেল খান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, সাংবাদিক মেহেদী প্রমুখ। এছাড়াও বারহাট্টা কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি এম.এম. মাজহারুল ইসলামকে বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তাদের বক্তব্যে উঠে আসে উপজেলা নির্বাহী অফিসার ও বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি এম.এম. মাজহারুল ইসলাম কর্মস্থলে ২ বছর ২৩ দিনের কর্ম জীবনে তিনি উপজেলার সকল স্তরে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ করে গেছেন। তার কর্মে বারহাট্টাবাসী খুবই খুশি। তিনি তার প্রশাসনিক দায়িত্বের পাশা-পাশি সামাজিক ভাবে বিচার শালিসের মাধ্যমেও অত্র উপজেলার নানাবিধ সমস্যার সমাধান করেছেন। তার ভিতরে কোন অহংকার বা অহমিকা ছিল না। বদলী জনিত কারণে তার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সেখানে তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: রাষ্ট্রের ভুমি সংশ্লিষ্ট আইনে কি আছে? দৃশ্যমান কি দেখছি! সমাধান কি? 


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808