
হোটেল হেরিটেজ ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা ও মতবিনিময় সভা
হোটেল হেরিটেজ ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, ১৯ আগস্ট, ‘আলোচনা ও মত বিনিময়’ শীর্ষক এক সভা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল হেরিটেজ ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান । তিনি হোটেলের সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন। তিনি বলেন অনন্তকাল ধরে হোটেল শেয়ারড মালিকদের সাথে প্রতারনা চলতে পারেনা।
চট্টগ্রাম স্লটওনারস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হোটেল হেরিটেজ ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি শামসুল আনোয়ার খান চট্টগ্রাম স্লটওনার এ্যাসোসিয়েশন এর কার্যক্রমের উপর আলোচনা করেন। তিনি ডেভেলপার কোরালরীফ, GHL ও ফকরুল ইসলাম এর বিভিন্ন অনৈতিক কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যত কর্মসূচির উপর দিক নির্দেশনা দেন ।
সিনিয়র সহ-সভাপতি এএ এমএম সামসুজ্জাহান, ডেভেলপার কোরাল রীফের প্রতারনা, বর্তমান হোটেল পরিচালনা পরিষদের হোটেল এবং অর্থ ব্যবস্থাপনায় অস্বচ্ছতার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, হোটেলটিকে একটি লাভজনক অবস্থায় নিতে না পারার কোন কারন নেই । এক্ষেত্রে তিনি পরিচালনা পরিষদের অযোগ্যতা এবং দুর্নীতিকেই দায়ী করেন।
সাধারন সম্পাদক শামীম রাব্বানী এ্যাসোসিয়েশন গঠনের প্রেক্ষাপট এবং বিগত দিনে এ্যাসোসিয়েশনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সামনে প্রেস কনফারেন্সসহ কঠোর কর্মসূচী আসতে পারে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানটি উপস্থিত সকল হোটেল স্লটওনার্সদের অংশগ্রহনে এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনাব মোকাররম ইয়াহিয়া,আবু বায়েজিদ শেখ, গোলাম সারোয়ার, আবুল কালাম আজাদ, ক্যাপ্টেন রিফাই প্রমুখরা ।
হোটেল হেরিটেজ ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির সামনের কর্মসূচি হিসেবে প্রেস কনফারেনস, আগামী এক মাসের মধ্যে হোটেল শেয়ারড মালিকদের জন্য সাধারন অনুষ্ঠিত করতে হবে। উপস্থিত স্লটওনারগন কক্সবাজার গ্র্যান্ড হেরিটেজ হোটেলের সামনে মানব বন্ধন ও অবস্থান ধর্ম ঘটের জোর দাবী জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোটেল হেরিটেজ ওনার্স ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক জনাব শামীম রাব্বানী। সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম খান সবাইকে সাথে থাকার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরও পড়ুন: নয়শো’ ছত্রিশ নাম্বার বেড