মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

২১ ঘন্টা পর নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০:৩৬, ২৮ আগস্ট ২০২৩

২১ ঘন্টা পর নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মরদেহ উদ্ধার

২১ ঘন্টা পর নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বল সরকারের (২৫) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) আড়াইটার দিকে থানা পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের এক দল ডুবুরির যৌথ উদ্ধার অভিযানে গুরমার হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

থানা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়,রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের গুরমার হাওরে চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চারজন জেলে বিপ্লব (৪০), উপসনা (৩৫),বিনা (৩৫) ও উজ্জল (২৫) মিলে মাছ ধরতে যায়।হঠাৎ করে হাওরে ঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক বিপ্লব, বিনা ও উপসনা সাঁতরে তীরে উঠতে পারলেও উজ্জল হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন।নিখোঁজ হওয়ার খবরটি পাওয়া মাত্রই  ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে নিখোঁজের ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন জানান,নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বল সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধার কাজে থানা পুলিশের সাথে ডুবুরিদের একটি দল কাজ করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মধ্যনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798