বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বারহাট্টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: ০৯:২৮, ৯ সেপ্টেম্বর ২০২৩

বারহাট্টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বারহাট্টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

“পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনে সাক্ষরতা প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে নেত্রকোণার বারহাট্টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, বারহাট্টা থানার ওসি (তদন্ত) স্বপন, সহকারি শিক্ষা অফিসার মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের জন্য, নাগরিকদের সাক্ষর হওয়া ছাড়া কোন বিকল্প নেই। বর্তমান ডিজিটাল যুগে সাক্ষরতা অগ্রগতি এবং উন্নয়নের একটি সঠিক পথ।

সাক্ষরতার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে প্রতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। শিক্ষকদের প্রতি সাক্ষরের মান বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতার সাথে নিরলস ভাবে কাজ করে যেতে তিনি আহŸান জানান।

আরও পড়ুন: বারহাট্টায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত,আরোহী আহত


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808