
বারহাট্টায় বিষপানে এক কৃষকের মৃত্যু
নেত্রকোণার বারহাট্টায় বিষপানে দুলাল মিয়া (৩২) নামের এক কৃষকের নিহতের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বারহাট্টা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল মিয়া সদর ইউনিয়নের গুহিয়ালা গ্রামের সত্তার মিয়ার ছেলে।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাজারের কথা বলে সে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে একই দিন রাত ৮টার দিকে লোকজনের মাধ্যমে খবর পাওয়া যায় যে, সে বাড়ির পাশে কীটনাশক খেয়ে ছটফট করছে। তাৎক্ষনিক ভাবে তার পরিবারের লোকজন স্থানীয় লোকজনের সহায়তায় দুলাল মিয়াকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, উক্ত ঘটনার বিষয়ে সংবাদ পাওয়ার পরপরই বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।
আরও পড়ুন: আক্কেলপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন,এক কর্মচারী দগ্ধ