
মো: আনিসুজ্জামান খোকন। ছবি: সংগৃহীত
শেরপুরের শ্রীবরদীতে বিস্ফোরক মামলায় পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: আনিসুজ্জামান খোকন কে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
১০ ইং ফেব্রুয়ারি শনিবার রাতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে এএসআই সালাহউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌর সদরের নয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনিসুজ্জামান খোকন (৪০)তাতীহাটি নয়াপাড়া গ্রামের মৃত আরশাফ আলী মেম্বারের ছেলে ও শ্রীবরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত কাউন্সিলর।
শ্রীবরদী পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতি মো: ফজলুল হক চৌধুরী অকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর খোকনের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন। ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,আটক কাউন্সিলর খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।বিস্ফোরক মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে খোকন কে শেরপুরে বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ