
হাবিবুর রহমান হানিফ। ছবি: সংগৃহীত
মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের যুবক হাবিবুর রহমান হানিফ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমাজকে আলোকিত করতে সচেষ্ট। ২০১৩ সালে তার বাবার মৃত্যুর পর থেকে,এই সমাজকর্মী একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি তার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
হানিফ তার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য ২০০৮ সালে 'সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সূর্যমুখী থিয়েটার' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংস্থাটির এখন প্রায় ১৪০ সদস্য রয়েছে। তিনি প্রায় বিশটি নাটক ও ত্রিশটি নাটিকা পরিচালনা করেছেন।
তিনি ১০০টিরও বেশি ইভেন্টে উপস্থাপনা করেন এবং পনেরটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৫০০ শিক্ষার্থীকে মিউজিক্যাল ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রশিক্ষণ প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে হানিফ ৪০টিরও বেশি মিউজিক্যাল কোরিওগ্রাফির মাধ্যমে বাংলাদেশের উত্থান উপস্থাপন করেছেন। ২০১৪সালে তিনি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত একক অভিনয় প্রতিযোগিতায় ঢাকা বিভাগে প্রথম স্থান এবং জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭-২০১৮ উপলক্ষে আয়োজিত তাত্ক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় হানিফ ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান এবং জাতীয় পর্যায়ে পর পর দুইবার ২য় স্থান অর্জন করে।
হাবিবুর রহমান হানিফ তার পথনাট্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যৌতুক, তালাক, বন উজাড়, গুজব, মাদক, বাল্যবিবাহের মতো বিভিন্ন সামাজিক কুফল দূরীকরণে ভূমিকা রেখেছেন। বর্তমানে হানিফ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রক্তদান সংগঠন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন।
হাবিবুর রহমান হানিফ বলেন, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। সমাজকে আলোকিত করার লক্ষ্যে, মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন: শেরপুরের শ্রীবরদীতে বিস্ফোরক মামলায় কাউন্সিলর খোকন গ্রেফতার