
ক্ষেতলালে ব্রিজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর বটতলী ব্রিজের নিচ থেকে জনি (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জনি উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাশড়া উত্তর পাড়া গ্রামের আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১০ টার দিকে উপজেলার তুলশীগঙ্গা নদীর বটতলী ব্রিজের নিচে স্থানীয় লোকজন একজনের মরদেহ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে ব্রিজ এলাকায় উৎসুক জনতার ভিড় জমতে থাকে। একজন মরদেহটি শনাক্ত করে পরিবারকে জানালে পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে ওসি বলেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে পহেলা বৈশাখ উদযাপিত
নিরেন দাস