বারহাট্টায় সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছ¡াস পাল, ট্রেজারী অফিসার কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রুবেল আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার শর্মীন আক্তার প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গতিশীলতা আনয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপুর থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
লতিবুর রহমান খান