
মোহনগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
নেত্রকোনার মোহনগঞ্জে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মোহনগঞ্জ সাধারণ পাঠাগার সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির গোস্বামীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মানিক চন্দ্র তালুকদার।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব জীবন তালুকদার, হিন্দু -বৌদ্ধ- খৃষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রিপন চন্দ্র সাহা, সাবেক সাধারন সম্পাদক সুদীপ্ত রায় রনি প্রমূখ।
উল্লেখ্য, সারা দেশের ন্যায় আগামী ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচদিন ব্যাপী মোহনগঞ্জেও উদযাপন করা হবে হিন্দু ধর্মাবলম্বিদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
উৎসবটি আড়ম্বরপূর্ণ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে উদযাপন করতে সভায় উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনপি নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন বলেন, অন্যান্য বছরের চেয়েও এবার সর্বোচ্চ নিরাপত্তায় মোহনগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীরা তাঁদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন।
আর এ জন্যে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।
হাফিজুর রহমান চয়ন