
কলমাকান্দায় তিন সন্তানের জননীর ঝুলন্ত নিথর দেহ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের তিন সন্তানের জননীর ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করেছে থানা পুলিশ । পরে মঙ্গলবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতের নাম তানিয়া আক্তার (৩০)। কলমাকান্দা সদর ইউনিয়নের চারিকুমপাড়া গ্রামে তার বাড়ী । ওই গ্রামের রুহুল আমিনের সহধর্মিণী। সে তিন সন্তানের জননী।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় পরিবার সদস্যদের সঙ্গে খাবারের শেষে বসত ঘরে ঘুমিয়ে পড়েন৷ পরে সকালে যখন তার কনিষ্ঠ সন্তান ৯ মাস বয়সী আব্দুল্লাহ কান্না করতে দেখেন তার নানী হাকিমা বেগম। এসময় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে দেখেন বসত ঘরের বারান্দার রুমের দরজা হালকা ভাবে লাগানো। পরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন তানিয়া আক্তারের নিথর দেহ গলায় ওড়না পেঁচানো ঘরের ধন্নার সাথে ঝুলছে। তার চিৎকাররে বাড়ির লোকজনসহ স্থানীয়রা ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন , তানিয়া আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেখ শামীম