
কেন্দুয়ায় অর্থনৈতিক শুমারী উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। সভায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুমিনুন্নেসা শিউলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান এবং পরিসংখ্যান তদন্তকারী আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অর্থনৈতিক শুমারির গুরুত্ব ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শুমারি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত সোহাগের লাশ উত্তোলন