
কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর জামাল নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নুর জামাল ওই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
জানা যায়, সকালে নুর জামাল বৈদ্যুতিক পাম্প দিয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ সঞ্চালন তারে স্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নুর জামালের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: পূর্বধলায় ছাত্র আন্দোলন মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেখ শামীম