
কলমাকান্দায় তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড
নেত্রকোনার কলমাকান্দায় নেশার ট্যাবলেট খেয়ে জনশান্তি বিঘ্ন করায় তিন বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দা সদরের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম। সাজাপ্রাপ্ত তিন বখাটে হলো- কলমাকান্দা উপজেলার রাজাপুর গ্রামের তপন মিয়া (৩১), নাগডরা গ্রামের মো. সোহেল মিয়া (২৫), ও চানপুর গ্রামের কাবিল মিয়া (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নেশার ট্যাবলেট ট্যাপেন্টাডল খেয়ে কলেজ রোড এলাকায় মাতলামি করে মানুষের শান্তি নষ্ট করছিল ওই তিন যুবক। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম গিয়ে তাদের আটক করে সাজা দেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কলমাকান্দায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু