
ময়মনসিংহ সদর খাগডহর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
উপজেলা পরিষদের প্রদত্ত উন্নয়ন বরাদ্দের আর্থিক সহায়তাসহ ইউনিয়নের জন্ম নিবন্ধন, হাট-বাজার, ইজারা, দোকানের লাইসেন্স, জল মহাল, খেয়া ঘাট, ভূমি ও হোল্ডিং ট্যাক্স, ভূমি রেজিষ্ট্রির ১%, ইট ভাটা ইত্যাদি বিভিন্ন খাতে আর্থিক উৎস হতে নিজস্ব অর্থায়নের আয় থেকে এ বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আবু সাইদ বাদল।
খাগডহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বাদলের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সচিব মিনারা ইয়াসমিন লিখিত এ বাজেট পাঠ করেন। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
গ্রাম হবে শহর এই শ্লোগানকে বাস্তবায়নে রুপ দিতে উম্মুক্ত বাজেট ঘোষণা করে চেয়ারম্যান আবু সাঈদ বাদল সকলের সহযোগিতা কামনা করেন।