শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

ময়মনসিংহ সদরে খাগডহর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ মে ২০২৩

ময়মনসিংহ সদরে খাগডহর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

ময়মনসিংহ সদর খাগডহর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

ময়মনসিংহ সদরের ৯ নং খাগডহর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয় এক কোটি পাঁচ শত আঠারো টাকা। এর আগে ২০২২-২০২৩ অর্থ বছরে এই ইউনিয়নে বাজেট ছিল ৯৫ লাখ ৮২ হাজার টাকা।

উপজেলা পরিষদের প্রদত্ত উন্নয়ন বরাদ্দের আর্থিক সহায়তাসহ ইউনিয়নের জন্ম নিবন্ধন, হাট-বাজার, ইজারা, দোকানের লাইসেন্স, জল মহাল, খেয়া ঘাট, ভূমি ও হোল্ডিং ট্যাক্স, ভূমি রেজিষ্ট্রির ১%, ইট ভাটা ইত্যাদি বিভিন্ন খাতে আর্থিক উৎস হতে নিজস্ব অর্থায়নের আয় থেকে এ বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আবু সাইদ বাদল।

খাগডহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বাদলের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সচিব মিনারা ইয়াসমিন লিখিত এ বাজেট পাঠ করেন। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 

গ্রাম হবে শহর এই শ্লোগানকে বাস্তবায়নে রুপ দিতে উম্মুক্ত বাজেট ঘোষণা করে চেয়ারম্যান আবু সাঈদ বাদল সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নাছরিনের সংবাদ সম্মেলন