অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক
আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ এখন থেকে খুব সহজেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন হাতে থাকা আপনার মোবাইল ফোনের মাধ্যমে।
বন্ধুরা এখন থেকে কোন কম্পিউটার দোকানে না গিয়ে এই বিষয়টি আপনার ফোনের মাধ্যমে চেক করতে পারবেন।আপনারা যারা জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য অনেক বেশি খোঁজাখুঁজি করেছিলেন বা যেহেতু এটি একটি ব্যাংকিং সিস্টেমের মতন বাটি সিকিউরিটি সিস্টেম এজন্য এটিকে একটু সিকিউর ভাবে চেক করাই উচিত আর তাই আপনি হয়তো আপনার ফোনের মাধ্যমে অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছিলেন।
তাই আজ আমি আপনাদের জন্য এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিয়েছি আশা করি আপনি আপনার ফোনের মাধ্যমেই ব্যালেন্স চেক করতে পারবেন চলুন তাহলে দেখে নেই কিভাবে ব্যালেন্স চেক করবেন।
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে https://www.cafopfm.gov.bd/ এই লিংক থেকে GPF Information অপশনে আপনার সঠিক NID Number এবং Mobile Number দিয়ে Mobile OTP ব্যবহার করে Submit ক্লিক করলেই আপনার জিপিএফ ব্যালেন্স দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ঢুকে সঠিকভাবে এবং সঠিক নিয়মে কিভাবে জিপিএফ ব্যালেন্স চেক করবেন চলুন তাহলে কয়েকটি ধাপের মাধ্যমে আপনাদের ব্যালেন্স চেক করার নিয়মটি দেখানো হয়েছে।
ধাপ এক :
প্রথমেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে https://www.cafopfm.gov.bd/ এই লিংকে ভিজিট করুন এবং নিচে থাকা পিকচারের মতন একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখান থেকে GPF Information বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ধাপ দুই :
GPF Information অপশনে ক্লিক করলেই নতুন একটি ইন্টারফেস হয়ে যাবে এবং সেখানে আপনি আপনার 17/10 সংখ্যার এনআইডি নাম্বার অথবা স্মার্ট কার্ড নাম্বার ব্যবহার করে নিচের খালি বক্সে আপনার সঠিক মোবাইল নাম্বারটি ব্যবহার করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
ধাপ তিন :
সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পরেই আপনি আপনার জিপিএফ ব্যালেন্স দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার যে জিপিএফ ব্যালেন্সের সকল তথ্য প্রিন্ট করেও নিতে পারবেন।
আরো পড়ুনঃ ফরেক্স MTFE এআই ট্রেডিং কি?