মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২২ এপ্রিল ২০২৩

ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২২ এপ্রিল) সকালে সরকারি বাসভবন গণভবনে তিনি এ শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টা থেকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে তিনি বেলা ১১টা থেকে বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন: ইত্যাদি’র দেশাত্মবোধক গানে অংশ নিয়েছেন: নারী ক্রীড়াবিদরা


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798