
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ৬ নারী পেলেন সেলাই মেশিন
দিনাজপুররে ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন ও দুই নারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এতে প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান, ২নং পৌর প্যানেল মেয়র হারান দত্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, সদস্য সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬ জন নারীর মাঝে সেলাই মেশিন ও দুই জন নারীকে আর্থিক অনুদানের চেক তুলে দেন অতিথিদ্বয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাছের আঁশ জমিয়ে অর্থ আয়!