শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

দুর্গাপুরে শিক্ষা দিবস পালিত

প্রকাশিত: ২০:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৩

দুর্গাপুরে শিক্ষা দিবস পালিত

দুর্গাপুরে শিক্ষা দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে, ১৭ সেপ্টেম্বর সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

রবিবার বেলা ১১ টায় আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সাবেক সভাপতি মোরশেদ আলম, বর্তমান ছাত্র ইউনিয়ন নেতা সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সহ-সভাপতি নুরে আলম খান,রমজান প্রমুখ।

আরও পড়ুন: বারহাট্টায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার