
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘কর্মক্ষেত্রে আপনার চোখকে ভালবাসুন’ এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এই বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীর নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়র রহমান তালুকদার, বিএনএসবি’র ডাঃ রেজাউনুর রহমান, ভিসি ইন্সপেক্টর শান্তনু সরকার, ক্যাম্প অর্গানাইজার মোঃ আব্দুল হাকিম, অপসালমিক এসিস্ট্যান্ট মোঃ মনির হোসেন বরুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালীটি সদর উপজেলা পরিষদ থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত