
শেখ মুজিব ও জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিমের বক্তব্য
রোববার (৫ জানুয়ারি), সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে "বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)" শিরোনামের একটি সরাসরি আলোচনায় অংশ নেন প্রাক্তন সামরিক কর্মকর্তা মেজর ডালিম।
লাইভে মেজর ডালিম বলেন, শেখ মুজিবুর রহমান কোনো স্বাভাবিক মৃত্যু বরণ করেননি; বরং তিনি এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছেন। তিনি দাবি করেন, বাকশাল প্রতিষ্ঠার পর শেখ মুজিবের শাসন এতটাই কঠোর ও দমনমূলক ছিল যে, তার পতনের পর সাধারণ মানুষ রাস্তায় নেমে শুকরিয়া আদায় করেছিল।
তিনি আরও বলেন, শেখ মুজিবের শাসন ছিল স্বৈরাচারী এবং তার জুলুমের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করছিল।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে যায় এবং নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, তখন পাকিস্তানি বাহিনী বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এই পরিস্থিতিতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আমাদের অনুপ্রাণিত করে। আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম। মেজর জিয়ার ঘোষণার পরই বুঝলাম, আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি।”
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় মেজর ডালিম সরাসরি জড়িত ছিলেন বলে জানা যায়।
আরও পড়ুনঃ অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!
দুর্জয় বাংলা