
সভাপতি তোফাজ্জল সাধারণ সম্পাদক মামুন
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মামুন নির্বাচিত হয়েছেন। শনিবার শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কোন প্রার্থী না থাকায় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. তোফাজ্জল হোসেনের নাম ঘোষনা করা হয়।
সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থীতা ঘোষনা করেন মোট ৫ জন। শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিনহাজ উদ্দিন মিনহাজ ও ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়াহিদুর রহমান জিঠু পেয়েছেন ১৪১ ভোট। মনির হোসেন মিটুল ২৬ ভোট, আবুল কালাম আজাদ ডালু ২৫ ভোট ও মিনহাজ উদ্দিন পেয়েছেন ৭ ভোট। এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠনিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট র্মণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা ষাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান।
সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, এ্যাডভোকেট আবুল কাশেম মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মো. ফয়সাল আহম্মেদ বিপ্লব, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান চপল, লৌহজং উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ সিকদার, জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, টংগীবাড়ি উপজেলা আওয়মী লীগের সভাপতি এসএম হাফিজ আল আসাদ, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিমসত প্রমুখ। সম্মেলনে উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন। সম্মেলনকে কেন্দ্র করে শ্রীনগর স্টেডিয়ামে আনন্দ ও উৎসবের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন।
আরও পড়ুন: পদ্মাপাড়ে জমজমাট অস্থায়ী আমের হাট