
কলমাকান্দায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে সারা দেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। আয়োজিত কর্মসূচীতে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশ নেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল