মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

কলমাকান্দায় উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩:১৯, ১২ আগস্ট ২০২৩

কলমাকান্দায় উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২আগস্ট) দুপুরে কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরোধ যোদ্ধা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মানু মজুমদার ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক । পরিচিতি সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তাসহ সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে  নেন।

বক্তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। যাতে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি জামাতের দোসররা। তাই সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা নিজ জায়গা থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাবেন। দলের চেইন অব কমান্ড মেনে চলতে হবে সবাইকে। দলের নির্দেশনা মেনে চললে দলীয় শৃংখলা ও দেশের উন্নয়নে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে বক্তারা আহবান জানান।

উল্লেখ যে, গত ২০২২ সালের ২৬ অক্টোবর কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদকে সভাপতি ও মো. ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে নাম ষোষণা করেন। প্রায় ৯ মাস পর অনুমোদন দেওয়া হয় পূর্ণাঙ্গ কমিটির।

পরিচিতি সভায় সদ্য অনুমোদিত উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকল নেতাকর্মীসহ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভায় কলমাকান্দা সদরসহ ৮ টি ইউনিয়নে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: কেন্দুয়ায় গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার