আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই: মোশতাক আহমেদ রুহী এমপি
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকেই যারা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে আছেন আপনারা নেতা, আমি নেতা নই।
কারণ আপনারা এজন্যই নেতা আপনারা লক্ষ লক্ষ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রতিদিন আপনারা সাধারণ মানুষের সাথে, প্রান্তিক জনগণের সাথে, অসহায় মানুষের সাথে, অনাথ এতিমদের সাথে আপনাদের প্রতিদিন দেখা সাক্ষাৎ হচ্ছে। তাদের খোঁজখবর আপনারা রাখতে পারেন। আপনার বাড়ির পাশের কে কী অবস্থায় আছে এটা আপনারা খবর রাখেন। সেই অর্থে আপনারা নেতা, আপনারাই জনগণের প্রতিনিধিত্ব কারী এবং আপনারাই আসল ভূমিকা পালনকারী।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের জেলা পরিষদ হলরুমে পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক।
এ সময় অন্যদের মাঝে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার,পৌর মেয়র আব্দুস ছালাম,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক মেয়র কামাল পাশা, শ ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,ইউপি চেয়ারম্যানগণ সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তরুনে সমাজকে দেশপ্রেমে জাগ্রত না পারলে স্বাধীনতা প্রকৃত মর্মবানী উপলদ্ধি করা যাবে না-চবির ভিসি
কলি হাসান