মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র মহিলা আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১২, ১২ আগস্ট ২০২৩

আপডেট: ২৩:৩৪, ১২ আগস্ট ২০২৩

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র মহিলা আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র মহিলা আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ই আগস্ট ও একুশে আগস্ট উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট নারী নেতৃত্ব অধ্যাপিকা মমতাজ শাহনাজ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সামাদ আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি'র ব্যক্তিগত সহকারী মাজেদুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরীফ কামরুল আলম হীরা, রফিকুল ইসলাম , সেলিনা আজাদ , জাহানারা আলী, সোলাইমান আলি , সুরাইয়া হাসান ডোনা , সোহেলা পারভিন বেবি , সবিতা দাস ও নূর আলম সহ প্রমুখ।

অধ্যাপিকা মমতাজ শাহনাজ বলেন, ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আল্লাহতালার দোয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন সেই দিন। ১৫ ই আগস্ট হত্যাকাণ্ডের জন্য মেজর জিয়া রহমানের মরণোত্তর বিচার চাই। আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকাকে বিজয় করি ও দেশ-বিদেশে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো।

আলোচনা সভায় যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানে নারী-শিশুসহ আটক ১৩