মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

কেন্দুয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ২০:১৩, ১ সেপ্টেম্বর ২০২৩

কেন্দুয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেন্দুয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশের কঠোর বাধাঁর মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দুয়া উপজেলা শাখার নেতাকর্মীরা দুই ভাগে বিবক্ত হয়ে দলটির ৪৫তম প্রতিষ্টাবার্ষিকীর কর্মসূচি পালন করে। ০১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২ টায় কেন্দুয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলা সদরের অগ্রনী ব্যাংকের নিচে বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।

বিএনপি নেতা মোঃ সঞ্জুর রহমান ভুঞার সভাপতিত্তে প্রধান অতিথির বক্তব্য রাখেনউপজেলা বিএনপির সাবেক সাধানণ সম্পাদক ও নেত্রকোণা-০৩
আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন ভুঞা দুলাল।

এ সময় তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে সকল বাধা পেরিয়ে আমাদেরকে গন্তব্যে পৌছাতে হবে। মাজহারুল ইসলাম মাজুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মোবারক হোসেন ভুঞা, মোস্তাফিজুর রহমান খুকুমনি, কামরুজ্জামান ভুঞা রিপন, ফরিদ আহম্মেদ, আতাউল হক মিন্টু, শাওন খন্দাকার জুয়েল ও আরিফ আহম্মেদ ভুঞা রাজু প্রমুখ।

এদিকে বলাইশিমুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোপালপুর গ্রামের নাজমুল হাসানের বাড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। নেত্রকোনা- ০৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটানীয়ান এম নাজমুল হাসান বলেন আমাদের শান্তি প্রিয় কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। যার তীব্র নিন্দা জানাই।

এ সময় বলাইশিমুল ইউপির সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুখদার মল্লিখ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কেন্দুয়া থানার ওসি মোঃ আলী হোসেন পিপিএম বলেন, কোন প্রকার নাশকতা ও বিশৃংখলা এড়াতেই পুলিশের ঠহল দেওয়া হয়ে ছিল। বিএনপির কর্মসূচিতে আমরা কোন বাধা দেয়নি।

আরও পড়ুন: কলমাকান্দায় মেদাবিলে ভেসে উঠলো নিখোঁজ কৃষকের মরদেহ