কেন্দুয়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় রোয়াইলবাড়ি ইউনিয়নের দক্ষিন রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে স্থানীয় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্র সোলাইমান মিয়া ( ২) নদীতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১১অক্টোবর ) বিকাল ৫.৩০ ঘটিকার দিকে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোলাইমান মিয়া বাড়ির পার্শ্বে সুতী নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্কুল ছাত্র সোলাইমান মিয়ার মৃত্যুতে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকসহ এলাকার সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, দক্ষিন রাজনগর গ্রাম নিবাসী নজরুল ইসলামের ছেলে শিশু সোলাইমান বুধবার (১১অক্টোবর)বিকাল সাড়ে পাঁচটার দিকে নদীতে ডুবে মারা গেছে। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার পুলিশ উপ পরিদর্শক নিশাদ ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিকালে সুতী নদীতে ডুবে সোলাইমান মিয়া নামে এক স্কুল ছাত্র মারা গেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখবে বর্তমান ছাত্রসমাজ-অসীম কুমার উকিল