নেত্রকোণায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনগুলো হলো-কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে।
এর আগে ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলায় ৫টি আসন রয়েছে। এই আসনগুলোতে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন-
নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর)-মোশতাক আহমেদ রুহী
নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা)-আশরাফ আলী খান খসরু
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া)-অসীম কুমার উকিল
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী)-সাজ্জাদুল হাসান
নেত্রকোণা-৫ (পূর্বধলা)-আহমদ হোসেন।
আরও পড়ুন: নৌকা পেলেন অসীম কুমার উকিল শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেন্দুয়ায় আনন্দ মিছিল