নেত্রকোনার তিনটি আসনে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীরা
নেত্রকোনায় ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বেশ জনপ্রিয় হওয়ায় ভোটের লড়াই বেশ জমে উঠেছে। প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে জালাল কন্যা সাবেক দূর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও নেত্রকোনা-৩, কেন্দুয়া-আটপাড়া আসনে সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
জানা গেছে, নেত্রকোনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এই আসনের প্রয়াত তিনবারের সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দূর্গাপুর উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জালাল উদ্দিন তালুকদারের কন্যা। ঝুমা তালুকদার জেলা আ’লীগের সাবেক সম্মানিত সদস্য ও দূর্গাপুর উপজেলা আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে বিপুল ভোটে নৌকা মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি গত ৬ নভেম্বর পদত্যাগ করেন। এ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী ২২ জন প্রার্থীর মধ্যে তিনি ছিলেন একমাত্র নারী প্রার্থী।
তিনি বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন চেয়েছিলেন। দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় মরহুম পিতার বিশাল অনুসারীদের উজ্জীবিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ভোটের মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন।
নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে সদর আসনের একমাত্র কনিষ্ঠ উপমন্ত্রী।
জেলা আ’লীগের সম্মানিত সদস্য সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় দশম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৫ বছরে এ আসনে দৃশ্যমান উন্নয়নের একজন রূপকার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
জয়ের প্রচেষ্ঠায় নেত্রকোনার ব্যাপক উন্নয়নের মধ্যে রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ, ইনডোর স্টেডিয়াম, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরণ, আন্তঃনগর ট্রেন চালুসহ অসংখ্য রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, ব্রীজ, কালভাট নির্মাণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা শহরের ঐতিহ্যবাহী আওয়ামীলীগ পরিবারের সন্তান সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সদর ও বারহাট্রা উপজেলায় নিয়মিত গনসংযোগ করছেন।
নেত্রকোনা-৩, কেন্দুয়া-আটপাড়া আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন এই আসনের সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। তিনি বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন।
কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপির প্রচেষ্ঠায় ওই সময়ে শিক্ষার প্রসারে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে।
কেন্দুয়া ও আটপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সাধারন ভোটারদের মাঝে সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর পরিছন্ন ইমেজ রয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এ আসনে ভোটের লড়াই বেশ জমে উঠেছে।