
গণেশ্বরী নদীর পানি কৃষকদের জন্য উন্মুক্ত: ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, "বাংলাদেশের কৃষকের জন্য একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করছি। কৃষকদের অধিকার নিশ্চিত করতে নদীর পানি ব্যবহারে আর কোনো হিস্যা দিতে হবে না।"
শুক্রবার বিকেলে গণেশ্বরী নদীর রাবার ড্রাম পানি নিয়ে আয়োজিত এই সভায় তিনি জানান, এ বছর থেকে কৃষকেরা বিনামূল্যে এই নদীর পানি ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে, কৃষি মৌসুমে পানি সংরক্ষণে প্রয়োজনীয় বাঁধ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "এই বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে চাঁদাবাজি, ফ্যাসিজম বা শোষণের কোনো জায়গা থাকবে না। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে একটি সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।"
সভায় উপস্থিত কৃষকেরা তার এ ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এ উদ্যোগ কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এ মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন স্তরের কৃষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ সবার সহায়তায় গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ব্যারিস্টার কায়সার কামাল