
কলমাকান্দায় জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আমিনুল আলম এবং সঞ্চালনায় ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক খন্দকার কবির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটন, হারেজ রহমান নাজিম, রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের সভাপতি মো. শামছুক হক মেম্বার, যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ।
এছাড়াও বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা জাসাসের কার্যক্রম ও এর গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আরও পড়ুন: এক মাস ধরে ভূমি উন্নয়ন কর কার্যক্রম বন্ধ:দুর্ভোগে জনগণ
শেখ শামীম