রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে

জেলা পর্যায়ে কেন্দুয়ার নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২১:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৩

জেলা পর্যায়ে কেন্দুয়ার নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

জেলা পর্যায়ে কেন্দুয়ার নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

নেত্রকোনায় বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর (মেয়েদের) জেলা পর্যায়ে  ফাইনালে  জেলায় কেন্দুয়া উপজেলার নুরেছা দুখিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে দুর্গাপুর উপজেলার নামাপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ।  টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নুরেছা দুখিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কলি আক্তার। 

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কেন্দুয়ার নূরেছা দুখিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজিজুল ইসলাম জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৩ এর ফাইনাল খেলায় দুর্গাপুর উপজেলার নামাপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেন্দুয়া উপজেলার নুরেছা দুখিয়ার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভাগীয় পর্যায়ে ভালো করার জন্য সকলের দোয়া চান তিনি। 

নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা আক্তার। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের কাছে পুরষ্কার তুলে দেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। 

 এ টুর্নামেন্টে জেলার মোট ১০টি  উপজেলা থেকে সেরা দল জেলা পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করে। এদের মধ্যে জেলা পর্যায়ে  ফাইনাল খেলায় কেন্দুয়ার নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে এই চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করবে।

উল্লেখ গত বছরও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ কেন্দুয়ার নূরেছা দুখিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল পাশাপাশি বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছিল। 

আরও পড়ুন: কেন্দুয়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808