শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

কেন্দুয়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কেন্দুয়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কেন্দুয়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‘শিক্ষার আলো জালাবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় ৫৫ নং জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি সারোয়ার মাসুম এর   সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম আয়নালের পরিচালনায় উপজেলার ৫৫নং জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার,মীর্জা মোহাম্মদ সোহাগ, ৯নং নওপাড়া ইউপি: চেয়ারম্যান সারোয়ার জাহান কাউছার, এছাড়াও ৪নং ওয়ার্ডের মেম্বার সেলিম মিয়া, সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, হ্যাপী আক্তার, সুমা আক্তার, শিল্পী আক্তার সহ অভিভাবক বৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে,তখন শুরু হয় তার নতুন পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

উপস্থিত মা ও অভিভাবকদের উদ্দ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।

আরও পড়ুন: বারহাট্টায় ৩ দিন ব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার শুভ উদ্বোধন