দুর্গাপুরকে হারিয়ে মোহনগঞ্জ জয়ী
নেত্রকোনা জেলা প্রশাসক আন্ত: ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ এর আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার দুর্গাপুর উপজেলা ক্রিকেট দলের সাথে মোহনগঞ্জ উপজেলা ক্রিকেট দলের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা স্টেডিয়ামে সকাল ৯ টায় অনুষ্ঠিত ম্যাচে দুর্গাপুরকে ৪ উইকেটে হারিয়ে মোহনগঞ্জ জয়ী হয়েছে। টস হেরে প্রথমে ব্যট করে ১৩৬ রান করে দুর্গাপুর উপজেলা। ১৩৭ রানের টার্গেট নিয়ে ব্যট করে মোহনগঞ্জ। তারা ১৭ অভার খেলে ৪ উইকেট হাতে রেখে ১৪০ রান করে বিজয়ী হয় মোহনগঞ্জ।
খেলা উদ্বোধন করেন,জেলা প্রশাসক সাহেদ পারভেজ উপস্থিত ছিলেন,পুলিশ সুপার ফয়েজ আহমেদ,নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ,মোহনগঞ্জ উপজেলা কৃড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন,সদস্য সালমা আক্তার শিল্পী,গোলাম হায়দার, প্রেসক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ।